সালাম সবাইকে, আসা করি ভালো আছেন
 ইতোমধ্যে Symphony W60 রুট করার অনেক পদ্ধতি বের হয়েছে কিন্তু আমার মত অনেকেই অসফল হয়েছে। তাই সবচেয়ে সহজ পদ্ধতিতে Symphony W60 সহ প্রায় সকল প্রকার ICS চালিত Android ফোন রুট করার একটি Tool আপনাদের সাথে শেয়ার করছি।

প্রথমেই বলে নিচ্ছি এটি adb restore function ব্যবহার করে আপনার ফোনকে রুট করবে।

প্রয়োজনীয় জিনিসপত্রঃ
১। একটি Computer
২। আপনার ফোনের Driver ( যদি না থাকে তাহলে Google এ সার্চ করে খুঁজে বের করে ইন্সটল করে নিন )
৩। একটি ডাটা ক্যাবল
৪। সব থেকে প্রয়োজনীয় জিনিস – Rooting Tool
৫। কিছু সময়

নিয়মাবলীঃ
১. প্রথমে আপনার ফোনের Driver ইন্সটল করে নিন। Symphony W60 ব্যবহারকারীরা এখান থেকে Driver টি ডাউনলোড করে নিয়ে ইন্সটল করুন।
২. আপনার ফোনে Settings>Apps>Development>USB Debugging Select করুন।
৩. ডাটা ক্যাবল দিয়ে আপনার ফোন কম্পিউটারে কানেক্ট করুন।
৪. এবার Rooting Tool ডাউনলোড করে নিন এবং Unzip করুন । এখানে আপনি Runme  নামে একটি ফাইল দেখতে পাবেন। ফাইলটি Open করুন এবং 1 প্রেস করে Enter প্রেস করুন। এখন আপনি আপনার ফোনে একটি Window দেখতে পাবেন। সেখানে Restore ক্লিক করুন । সবকিছু ঠিকভাবে করে থাকলে আপনার ফোন এখন Restart হবে । ব্যাস আপনার ফোন রুট হয়ে গিয়েছে। এখন আপনি আপনার ফোনে SuperSU নামে একটি App দেখতে পাবেন। Superuser এর পরিবর্তে SuperSU ব্যাবহার করা হয়েছে । এটিই আপনাকে System R/W এর Permission দেবে।
৫.পরবর্তীতে যদি আপনি আপনার ফোন Unroot করতে চান তাহলে Runme ফাইলটি Open করে X প্রেস করে Enter প্রেস করুন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top