আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ?  আজ আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনার কম্পিউটারে এর হার্ড  ডিস্ক HIDE করবেন

প্রথমে আপনি আপনার কম্পিউটারে এর Start Menu থেকে Run ক্লিক করুন।
 তার পর  Run এ  gpedit.msc লিখে Enter বাঁটনে ক্লিক করুন ।
 এর পর একটি Dailoge বক্স আসবে সেখানে Administrative Templates এ ক্লিক করুন।

একটি Dailuge Box আসবে সেখান থেকে Enable এ ক্লিক করে নিচের থেকে আপনার চাহিদা মত হার্ড ডিস্ক এর  কোন কোন  Drive Hide করবেন তা Select করবেন । এর পর Apply  এ ক্লিক করেন । যদি সম্পূর্ণ Hard Disk Hide  করতে হলে Restrict All Drive  এ ক্লিক করেন এবং Apply এ ক্লিক করেন ।
আবার My Computer এ ক্লিক করে দেকেন আপনার Hard Disk Hide হয়ে গেছে ।
 হুম… কি এখন পারবেন ত আপনার Computer এর Hard Disk Hide  করতে …।

1 মন্তব্য(গুলি):

 
Top