আসসালামু আলাইকুম,আশা করি সবাই সবার মতে করে ভাল আছেন,সব সময় ভাল থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের পোস্ট,
গ্রামীণফোন তাদের বিজনেস সলিউশন গ্রাহকদের জন্য এবং বাংলাদেশের টেলিযোগাযোগ শিল্পে এই প্রথম কিছু লোকাল সেবাসমূহ নিয়ে এলো যার নাম হচ্ছে ওয়েব হোস্টিং এবং ডোমেইন রেজিস্ট্রেশন। এই সেবাসমূহগুলোর সূচনার মাধ্যমে নিরাপদ সংযোগ, বিরতিহীন সেবাসমূহ, নির্ভরযোগ্যতা এবং নিয়োজিত বিক্রয়োত্তরসেবা দেয়ার জন্য গ্রামীণফোন প্রতিজ্ঞাবদ্ধ।
ভবিষ্যতে, গ্রামীণফোন বাংলাদেশের ব্যবসায়িক বাজারে “Total Solutions Provider” হিসেবে একটি দৃঢ় অবস্থান তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ, যা ওয়েব হোস্টিং এবং ডোমেইন রেজিস্ট্রেশনের মাধ্যমে সুসম্পন্ন করা যাবে।


ফিচারের নাম স্টার্ট আপ বেসিক প্রিমিয়াম
বাৎসরিক ফি ৯৯০ টাকা ৮,৫০০ টাকা ১৯,০০০ টাকা
ডিস্ক স্পেস ২৫০ এমবি ০.৫ জিবি ২ জিবি
মাসিক ট্রান্সফার ৫ জিবি ২০ জিবি ৩৫ জিবি
অতিরিক্ত ব্যান্ডউইথ (প্রতি জিবি/মাস) ২৫০ টাকা ১৫০ টাকা ১০০ টাকা
ওয়েবসাইট বিল্ডার না হ্যাঁ হ্যাঁ
সাব ডোমাইন ১৫ ৫০
প্যানেল (cPanel/ Plesk) সি-প্যানেল (cPanel) উভয়ই উভয়ই
মেইল একাউন্ট ২৫ ১০০
ওয়েব মেইল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ডোমেইন রেজিস্ট্রেশন সলিউশন সমূহ:

গ্রামীণফোন বিজনেস সলিউশন গ্রাহকদের জন্য ৩ টি টপ লেভেল ডোমেইন প্রস্তাব করছেঃ:

ডোমেইনের নাম বাৎসরিক ফি
.com ১০০০ টাকা
.net ১০০০ টাকা
.org ১০০০ টাকা

উপরোক্ত সেবাসমূহ সম্বন্ধে আরও বিস্তারিত জানতে এফ এ কিউ এবং শর্তাবলী ডাউনলোড করুনঃ

1 মন্তব্য(গুলি):

  1. ডোমেইন রেজিস্ট্রেশন মাত্র ৮৫০ টাকা, সাথে হোস্টিং ফ্রী (১০০ মেগাবাইট স্পেস ও ৫০০ মেগাবাইট ব্যান্ডউইথ) এই অফার ০৫ সেপ্টেম্বর ২০১৩ থেকে ১০ সেপ্টেম্বর ২০১৩ পর্যন্ত ।
    বিস্তারিত: +৮৮-০১৯৭৫-৫৪৪-৫৪৪, http://domain.xmapry.com/

    উত্তরমুছুন

 
Top