আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও আশের-পাশের সবাইকে নিয়ে খুবই ভাল আছেন।

এটা হয়তো সবাই জানেন, তবুও post করলাম।
হ্যাঁ আপনি ইচ্ছে করলেই আপনার s60 ফোন এ sms পাঠিয়ে তা lock করতে পারবেন। ভালো ভাবে পড়ুন….
১. প্রথমে আপনার ফোনের settings/general/security তে যান।
২. এখান থেকে phone and simcard কে select করুন।
৩. select করার পর allow remote lock কে ok করুন। যথা সম্ভব ওটা No করা থাকবে। আপনি yes করুন।
৪. yes করলে message লিখার জন্য ছোট ঘর আসবে। ওখানে ছোট কোন msg লিখুন। যেমন: MYPHONELOCK, LOCKCODE বা আপনার নাম ইত্যাদি।
৫. এবার ok করুন। এবং পূর্বের লিখা msg টি এখানে আবারো লিখে verify করুন।

৬. তারপরও lock code চাবে। আপনার ফোন এ যে code দেয়া আছে তা type করুন। সাধারণ অবস্থায় সকল nokia ফোনের lock code হল ১২৩৪৫.
৭. এখন ওই page টি তে lock code নামে একটা option আছে। ঐটাতে গিয়ে password টি change করে নিন। এটা করতেই হবে। অর্থাত password 12345 থাকলে তা অন্য কোন code এ change করুন। তবে password টি ভুলে যাবেন না।
এখন অন্য যে কোন ফোন থেকে আপনার ফোন এ ওই msg টি পাঠান। দেখবেন যে আপনার ফোন lock হয়ে গেছে।
N.B: এটা আমি আমার ফোনের settings অনুযায় বলেছি। অন্য ফোনের আলাদা settings হতে পারে।

 আমাদের সঙ্গে থাকুন.........

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top